পলাশ একটা বিস্ময়কর প্রতিভা : মনিরা মিঠু

জিয়াউল হক পলাশ এই সময়ের আলোচিত একজন অভিনেতা। তবে পলাশের নির্মাণগুণকে আরো বেশি প্রখরভাবে দেখতে পান কাছের মানুষেরা, সহশিল্পীরা। কদিন আগেই অভিনেত্রী সাবিলা নূর, পলাশকে অভিনেতা পলাশের চেয়েও নির্মাতা পলাশকে বেশি গুণী হিসেবে কালের কণ্ঠের কাছে উল্লেখ করেছিলেন।
এবার একই কথা বললেন, আরেক জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। এক ফেসবুক পোস্টে পলাশকে ‘বিস্ময়কর প্রতিভা’ হিসেবে উল্লেখ করলেন মিঠু। সম্প্রতি পলাশের পরিচালনায় একটি ওভিসিতে কাজ করেছেন এই অভিনেত্রী। নাটকের নাম না জানালেও বলে রাখলেন সেটা সারপ্রাইজ হিসেবে থাকছে।
মনিরা মিঠু বলছেন, ‘পলাশ, সে একটা বিস্ময়কর প্রতিভা! তার পরিচালনায় কাজ করতে গিয়ে, কখনো কখনো মনে হয়েছে সে একজন কবি, আবার কখনো মনে হয়েছে সে একজন মেধাবী লেখক, আবার মনে হয়েছে সে একজন দক্ষ নির্মাতা!’
আর এসবের বাইরে পলাশকে একজন সত্যিকারে মানুষ উল্লেখ করে মনিরা মিঠু বলেন, ‘দিন শেষে বুঝলাম। পলাশ আসলে একজন মানুষ, সৎ মানুষ।’ মিঠুই জানালেন, নাটকের ডাবিং সম্পন্ন হয়েছে। আর বললেন, আমরা কোন কাজটি করেছি, সেটা সারপ্রাইজ রইলো।’
ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের অন্যতম মুখ জিয়াউল হক পলাশ। যিনি কাবিলা নামে পরিচিত। এই নাটকে মনিরা মিঠুদের বাড়িতে ভাড়া থাকেন কাবিলা, পাশা ভাই, হাবুরা। সহশিল্পী হিসেবে কাজ করলেও এবার পলাশের পরিচালনায় দেখা যাবে পলাশকে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫