সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনালের দাবি

ঢাকা প্রেস নীউজ
কোটা আন্দোলনে সাংবাদিক হত্যা: বিশেষ ট্রাইব্যুনালের দাবি.....
কোটা সংস্কার আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনটি এই দাবি তুলেছে।
সমাবেশে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, “কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সাংবাদিকরা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং রাষ্ট্র যাতে তাদের দায়িত্ব নেয়; সেজন্য আমরা এখানে দাঁড়িয়েছি।”
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক জানান, এই ঘটনায় চারজন সাংবাদিক নিহত এবং ২১৮ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, “বারবার সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটতেই থাকে। সেজন্য আমাদের একটাই দাবি, সেটি হলো স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে। দ্রুত এসব ঘটনার বিচার করতে হবে।”
সমাবেশে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫