জামালপুরে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

ঢকা প্রেস,জামালপুর প্রতিনিধি:-
জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া (৪৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শহিদ মিয়া মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া এলাকার মৃত দস্তর মণ্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের মো. আছাদুল্লাহর ৭ বছর বয়সী কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেন প্রতিবেশী শহিদ মিয়া। ঘটনার পরদিন মেয়েটির বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেলান্দহ থানায় মামলা করেন।
দীর্ঘ ৮ বছর ধরে চলমান আইনি প্রক্রিয়া এবং ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন সাজাপ্রাপ্ত আসামি শহিদ মিয়ার বড় মেয়ে শাহানা। তিনি দাবি করেন, "আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা এ রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।"
অন্যদিকে, মামলার পিপি মো. রেজাউল আমীন (শামীম) বলেন, "ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।"
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫