|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জানুয়ারি ২০২৪ ০৮:৫৬ অপরাহ্ণ

নতুন মন্ত্রী সভায় কুমিল্লার চেয়ে এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া


নতুন মন্ত্রী সভায় কুমিল্লার চেয়ে এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া


নতুন মন্ত্রী সভায় র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া - ৩ থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছেন  গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের । বিগত সংসদ আমলে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন  শরীফ আহমেদ । 

অ্যাডভোকেট আনিসুল হক  ব্রাহ্মণবাড়িয়া - ৪  থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছেন  আইন বিচার ও সংসদ বিষয়ক  মন্ত্রণালয়ের । তিনি ইতিপূর্বে একই মন্ত্রণালয়ের  দায়িত্বে ছিলেন । 

মো. তাজুল ইসলাম কুমিল্লা - ৯ থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পেয়েছেন  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের । তিনি ইতিপূর্বে একই মন্ত্রণালয়ের  দায়িত্বে ছিলেন । 

চাঁদপুর-৩ থেকে নির্বাচিত ডা. দীপু মনিকে শিক্ষা মন্ত্রনালয়ের পরিবর্তে  সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর দায়িত্ব দেয়া হয়েছে।  ইতিপূর্বে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছেন নুরুজ্জামান আহমেদ । 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫