ঢাকায় থার্টিফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন, থাকবেন ম্যাজিস্ট্রেট
ঢাকা প্রেস নিউজ
ঢাকায় থার্টিফার্স্ট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এছাড়াও থাকবেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। সেখানে থার্টিফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপনকালে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়।
ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর নিরাপত্তায় প্রতিদিনই পুলিশ মোতায়েন থাকে। রাতে প্রতিটি ফাঁড়ি থেকে দুটি পেট্রোল টিম এবং থানাগুলো থেকে চার থেকে পাঁচটি টিম দায়িত্ব পালন করে। তবে থার্টিফার্স্ট উপলক্ষে বাড়তি ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, ৩০০ ফিট এবং উত্তরা দিয়াবাড়ী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ তাদের সহায়তা করবে।
আতশবাজি ও পরিবেশ দূষণ নিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি ফুটিয়ে উদযাপন করা হলেও, বাংলাদেশে পরিবেশের সমস্যার কারণে তা সীমিত রাখা হয়েছে। অন্যান্য দেশে নির্দিষ্ট স্থানে আতশবাজি ফোটানো হয়, কিন্তু আমাদের দেশে তা পুরো শহরজুড়ে হয় না। আগামী বছর আমরা ঢাকার কোনো নির্দিষ্ট স্থানে এই উৎসব আয়োজনের পরিকল্পনা করছি।
পুলিশের মনোবল বিষয়ে তিনি জানান, আগের কিছু ঘাটতি কাটিয়ে পুলিশ এখন ভালো অবস্থানে আছে। পুলিশ সদস্যদের মনোবলও অনেক উঁচুতে। থার্টিফার্স্ট নাইট উপলক্ষে কোনো বিশেষ হুমকির বিষয় নেই বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ডিএমপি গত এক সপ্তাহে ১২৭ কেজি আতশবাজি, পটকা, ক্লাস্টার বোমা, রকেট বোমা জব্দ করেছে এবং এ বিষয়ে ৫টি মামলা হয়েছে। নগরবাসীর প্রতি অনুরোধ করে তিনি বলেন, শব্দ দূষণ রোধে সকল নাগরিকের দায়িত্ব রয়েছে।
ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস এবং ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫