|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৫ ১১:৪৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:১০ অপরাহ্ণ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ


গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ


ঢাকা প্রেস নিউজ

 

চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ২০টি বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার অনুষ্ঠিত গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
 

গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এ বছর গুচ্ছ পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।
 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনও গুচ্ছ পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নেয়নি।
 

এছাড়া, মোট ৭টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর গুচ্ছ পদ্ধতি চালু রাখার দাবিতে ভর্তি প্রার্থীরা বিক্ষোভে অংশ নেন। আজ দুপুরে শিক্ষার্থীরা ইউজিসি কার্যালয়ে জড়ো হয়ে দুটি গেট অবরোধ করেন এবং গুচ্ছ পদ্ধতি চালু রাখার পক্ষে স্লোগান দেন। তবে বৈঠক শেষে সিদ্ধান্ত জানা যাওয়ার পর তারা গেট খুলে দেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫