|
প্রিন্টের সময়কালঃ ০১ আগu ২০২৫ ০৩:২০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জুলাই ২০২৫ ০২:০৪ অপরাহ্ণ

টেকনাফের পাহাড় ঘিরে র‍্যাব-বিজিবির অভিযান: দেশি-বিদেশি অস্ত্র-গ্রেনেড উদ্ধার


টেকনাফের পাহাড় ঘিরে র‍্যাব-বিজিবির অভিযান: দেশি-বিদেশি অস্ত্র-গ্রেনেড উদ্ধার


টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:-


 

কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড়ে ডাকাতদের আস্তানায় র‌্যাব ও বিজিবির যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত প্রায় চার ঘণ্টা টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গলাচিরা পাহাড়ে এ অভিযান চালানো হয়।
 

বুধবার (৩০ জুলাই) অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি ও র‌্যাবের দুটি বিশেষ টহল দল যৌথভাবে পাহাড়টি ঘিরে ফেলে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতরা পাহাড়ের ভেতরে গা ঢাকা দেয় এবং পালানোর আগে দূর থেকে দুটি ফাঁকা গুলি ছুড়ে সরে পড়ে।
 

পরে পাহাড়ে অভিযান চালিয়ে ডাকাতদের ফেলে যাওয়া আস্তানা থেকে একটি বিদেশি ইউজি-আই অস্ত্র, দুটি একনলা গাদা বন্দুক (লং ব্যারেল), চারটি আর্জেস হ্যান্ড গ্রেনেড (ফিউজসহ), এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 

অভিযান প্রসঙ্গে লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, চারজন ডাকাত ওই পাহাড়ে সাময়িকভাবে ঘাঁটি গেড়েছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এ চক্রটি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান, গুম, খুন, চাঁদাবাজি ও অপহরণসহ নানা অপরাধে জড়িত।”
 

তিনি আরও বলেন, “অভিযানের মাধ্যমে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”
 

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেড ধ্বংসের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫