|
প্রিন্টের সময়কালঃ ১০ মার্চ ২০২৫ ১০:৩৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৯ মার্চ ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ

ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা


ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকা প্রেস নিউজ

 

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে দেখতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)। রোববার সকালে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 

এর আগে, ঘটনার দিন (৬ মার্চ) দুপুরে বিষয়টি জানতে পেরে স্বরাষ্ট্র উপদেষ্টা শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলেন এবং তার খোঁজখবর নেন। তিনি সরকারের পক্ষ থেকে শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতের আশ্বাস দেন।
 

শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
 

ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
 

তিনি আরও বলেন, "আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। নারীর প্রতি সংঘটিত সকল সহিংসতার তালিকা তৈরি করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছি।"
 

সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোর বিষয়ে তিনি বলেন, "এই জঘন্য অপরাধে জড়িতদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। নারীরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে ঘরে-বাইরে চলাফেরা ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর থাকবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।"
 

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) সমাজের সবাইকে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালনের ওপর গুরুত্বারোপ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫