শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’ গানটি গাইলেন মাশা

তরুণদের মধ্যে এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী মাশা ইসলাম। চলচ্চিত্র থেকে শুরু করে সব খানেই নিজের প্রতিভার জানান দিচ্ছেন এই শিল্পী। এবার তিনি গাইলেন শচীন দেব বর্মনের একটি গান। সংগীত পরিচালক পাভেল লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’ গানটি প্রকাশিত হয়।
লিভিং রুম সেশানে এর আগে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান ও গীতকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান প্রকাশিত হয়। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্লাটফর্মে প্রকাশিত গানগুলোতে দেখা গেছে মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমাকে।
তবে যার মাধ্যমে নতুন আয়োজনে এলো গানটি তার পেছনের গল্পটা একেবারেই অন্যরকম। সংগীত পরিচালক পাভেল আরিনের কানে গানটি বেজেছিল সেই শৈশবেই। খেয়া মাঝির কন্ঠে গানটি প্রথম শোনেন তিনি।
তারপর গানটি মনে গেঁথে যায় তার।
পাভেলের কথায়, “লিভিং রুম সেশনের গানগুলো যখন বাছাই হচ্ছিলো তখন শচীন দেব বর্মণের বেশ কিছু গান আমাদের তালিকায় ছিলো। তারমধ্যে ‘রঙ্গিলা’ গানটি বাছাই করার একটা বিশেষ ঘটনা রয়েছে - ছোটবেলায় নানীবাড়ি যেতে খেয়া পার হতে হতো। তখন খেয়া মাঝির মুখে প্রথম এই গানটি শোনা।
সেই থেকে গানটি কানে লেগে আছে। পরবর্তীতে জানতে পারি গানটি বাংলা গানের মহানায়ক শচীন দেব বর্মণের।
নতুন আয়োজনে গানটির নির্মাণ প্রসঙ্গে পাভেল আরও বলেন, “প্রতিভাবান শিল্পী মাশা ইসলাম যত্ন সহকারে গানটি গেয়েছে। সংগীতায়োজনে চেষ্টা করেছি গানের বাণী এবং গায়কিকে প্রাধান্য দেয়ার। আশা করি গান প্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে রঙ্গিলা গানটি ভালো লাগবে।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫