|
প্রিন্টের সময়কালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৭ অপরাহ্ণ

চারঘাটে দোকানে তালা কেটে চুরি, ইজিবাইক ব্যাটারীসহ ট্রাক উদ্ধার


চারঘাটে দোকানে তালা কেটে চুরি, ইজিবাইক ব্যাটারীসহ ট্রাক উদ্ধার


মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:-


রাজশাহীর চারঘাটে ট্রাফিক মোড়ে আসাদুজ্জামান বাবুর দোকানে তালা কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় ইজিবাইক নতুন-পুরাতন ব্যাটারীসহ একটি ট্রাক উদ্ধার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।

মডেল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফ্রেরুয়ারী) ভোরে গোপান সংবাদের ভিত্তিতে মডেল থানার অফিসার ইনর্চাজ আফজাল হোসেন ও পুলিশ-পরির্দশক (তদন্ত) আব্দুর খালেক উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক, মুক্তার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে সাড়ে তিনটায় ট্রাকটির গতিরোধ করি এবং পুলিশের টের পেয়ে ট্রাক চালকসহ হেলপার পালিয়ে যায়। সংবাদের ভিত্তিতে পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০ টি বিভিন্ন ধরনের আইপিএস ও ইজিবাইক নতুন-পুরাতন ব্যাটারীসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে। যাহার ট্রাক নং-ৃঢাকা মেট্রো-ট-২৪-৩২৩১ ।  

মোক্তারপুর গাংপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আসাদুজ্জামান বাবু ও ভাইরা ভাই আব্দুল কুদ্দুস উভয়ই যোৗথ ভাবে বিভিন্ন কোম্পানীর পুরাতন ব্যাটারীর ব্যবসা করি। ট্রাফিক মোড় দোকান মালিক আঃ কুদ্দুস জানান, প্রতি নিয়মিত অনুযায়ী দোকান বন্ধ করে বাড়ি যায়, পরে সিসি ক্যামারা বন্ধ দেখা দিলে সন্দেহ হলে মটর সাইকেল যোগে স্ত্রী সুখী খাতুন এসে একটি চোরের চক্র তালা কেটে ব্যাটারী নিয়ে ট্রাকে তোলার সময় চোর চোর চিৎকার করলে ট্রাক নিয়ে পালিয়ে যায়। তিনি পুলিশকে জানালে থানা পুলিশ খবর পেয়ে ট্রাকটি আটক করে। তিনিি আরো বলেন এধরনের চোরের একটি চক্র রয়েছে।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন এই  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে টহল দেয়ার সময় সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওৎ পেতে থাকলে বানেশ্বর থেকে বাঘাগামী ট্রাকটি উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে সাড়ে তিনটায় ট্রাকটির গতিরোধ করে তল্লাশি চালিয়ে ১৫০ টি বিভিন্ন ধরনের আইপিএস ও ইজিবাইক নতুন-পুরাতন ব্যাটারীসহ ট্রাকটি আটক করি এবং তাদের বিরুদ্ধে থানায় একটি চুরি মামলা দায়ের করা হয় বলে জানান তিনি। যারা এর সাথে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে আইনুগত ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫