|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ

ময়মনসিংহে সিটি কর্পোরেশন এলাকা সহ বিভিন্ন স্থানে পরিবহনে মোবাইল কোর্ট পরিচালিত 


ময়মনসিংহে সিটি কর্পোরেশন এলাকা সহ বিভিন্ন স্থানে পরিবহনে মোবাইল কোর্ট পরিচালিত 


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-
 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসাধু পরিবহণ ব্যবসায়ীরা যেন বর্ধিত হারে ভাড়া আদায় না করতে পারে সে লক্ষ্যে  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মুফিদুল আলম এর সার্বিক নির্দেশক্রমে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আজ ৭এপ্রিল সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা, তারাকান্দা, গৌরীপুরসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত ভাড়া আদায় করা ও ভাড়ার চার্ট না থাকার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয় ও জরিমানা আদায় করা হয়। তাছাড়া ট্রাকে যাত্রী পরিবহনেও বাঁধা দেয়া হয়। 

যাত্রীদের ন্যায্য ভাড়ায় ঈদ যাত্রা নিশ্চিত করতে জেলা প্রশাসন, ময়মনসিংহ এর পক্ষে অসাধুদের বিরুদ্ধে অভিযান চলমান আছে ও থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫