|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৫ ০৬:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৩:২২ অপরাহ্ণ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ


গাজীপুরে মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ


ঢাকা প্রেস,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:-

 

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন তারা।
 


বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এই অবরোধ সৃষ্টি হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
 

শ্রীপুর থানার ওসি খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
 

বিক্ষোভকারীদের অভিযোগ, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে গত রাতে জুবায়েরপন্থীদের মারধর করে বিতাড়িত করা হয়েছে। এ সময় তাদের সাথীদের ওপর নির্যাতন চালানো হয় এবং ইজতেমা ময়দান রক্তাক্ত হয়ে পড়ে।
 

জুবায়েরপন্থীরা ঘোষণা করেছেন, যতক্ষণ না সাদপন্থীদের কাছ থেকে মাঠটি উদ্ধার করে তাদের অধিকার প্রতিষ্ঠা করা হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।
 

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বলেন, "ইজতেমা ময়দানে সংঘর্ষের ঘটনায় জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি এবং তাদের সঙ্গে আলোচনা চলছে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫