|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৮:০৬ অপরাহ্ণ

৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা


৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা


ঢাকা প্রেস নিউজ
 

রাজধানীর ডেমরা এলাকায় অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের প্রায় ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।
 

সূত্রাপুর থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে জানা গেছে, পুলিশ সোমবার (২৫ নভেম্বর) মামলাটি রেজিস্টার করেছে।
 

এ বিষয়ে পুলিশ উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসান মাহমুদুল কবীর রোববার (২৪ নভেম্বর) মামলাটি দায়ের করেন।
 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২৪ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৭ থেকে ৮ হাজার শিক্ষার্থী বেআইনি জনতাবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্রসহ দাঙ্গা সৃষ্টি করেন। তারা সরকারি সম্পত্তি ভাঙচুর ও সরকারি অস্ত্রের (পিস্তল) গুলিভর্তি ম্যাগাজিন চুরি করে। এছাড়া সরকারি ডিউটিতে ব্যবহৃত সাঁজোয়া যান (এপিসি) ভাঙচুর করা হয়, ফলে ব্যাপক ক্ষতি সাধিত হয়।
 

এছাড়া পুলিশের ওপর আক্রমণ চালানো, জীবননাশের হুমকি দেওয়া ও ত্রাস সৃষ্টির মাধ্যমে অন্তর্ঘাতমূলক কাজ করা হয়। পুলিশের এপিসি এবং ডিউটিরত মোটরসাইকেল ভাঙচুর করে মোট ২ লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫