কুড়িগ্রামে দুধকুমারের ভাঙ্গন রোধে টেকসই পদক্ষেপের দাবিতে মানববন্ধন

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নদী তীরে দাঁড়িয়ে মানববন্ধন করেন উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চল লছিনি ও বল্লভের খাস ইউনিয়নের চর বলরামপুর এলাকার মানুষজন।
এ সময় তারা বলেন, গত কয়েকদিন ধরে বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালের ঘাটের পূর্ব তীরে চল লুছনি ও চর বলরামপুর এলাকায় দুধকুমার নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে।
এতে করে কয়েকশ একর ফসলি জমি ও বেশ কয়েকটি বাড়ি নদী গর্ভে চলে গেছে । ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতিবাড়িসহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। তাই ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় আব্দুল ওহাব, মাজহারুল ইসলাম প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫