|
প্রিন্টের সময়কালঃ ০২ মে ২০২৫ ০৭:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৪:৩৪ অপরাহ্ণ

তারেক রহমান জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেয়েছেন।


তারেক রহমান জয়পুরহাটে রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেয়েছেন।


ঢাকা প্রেস,জয়পুরহাট প্রতিনিধি:-

 

বুধবার (১৮ ডিসেম্বর) জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় তারেক রহমানকে খালাস দিয়ে এ মামলার নিষ্পত্তি করেন।
 

মামলার সূত্র অনুযায়ী, ২০১৪ সালে লন্ডনে এক সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য রাখেন তারেক রহমান। ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে ২০১৫ সালের ২৮ মে জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে জয়পুরহাট সদর থানায় মামলা করেন।
 

দীর্ঘ শুনানির পর আদালত রায় দেন যে, তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
 

জয়পুরহাটের পাবলিক প্রসিকিউটর শাহানুর রহমান শাহিন বলেন, মামলাটি ভিত্তিহীন ছিল এবং আদালতও তদন্তকারীর পক্ষ থেকে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মিথ্যা মামলা থেকে তারেক রহমানকে খালাস দেন।
 

বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন জানান, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তবে আজকের রায়ে তা প্রমাণিত হয়েছে যে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি সম্পূর্ণ খালাস পেয়েছেন।
 

রায় ঘোষণার পর জেলা বিএনপি নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল বের করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫