|
প্রিন্টের সময়কালঃ ০৯ মে ২০২৫ ০৫:৩১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ জুন ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ

বেসরকারি সংস্থায় চাকরি,থাকা যাবে না দুর্নীতির ও নিপীড়ন অভিযোগ


বেসরকারি সংস্থায় চাকরি,থাকা যাবে না দুর্নীতির ও নিপীড়ন অভিযোগ


বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (নিউট্রিশনিস্ট) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (নিউট্রিশনিস্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কমিউনিটি নিউট্রিশন প্রোগ্রামে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সমপদে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কর্মীদের সিএমএএম, আইওয়াইসিএফ, সিএমএএমআই, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন ও জিএমপি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার সক্ষমতা থাকতে হবে। শিশু নিপীড়ন, লিঙ্গভিত্তিক নিপীড়ন, সন্ত্রাস ও দুর্নীতির ইতিহাস থাকলে তাঁর আবেদন করার প্রয়োজন নেই। নিয়োগ পাওয়ার পর এসব অভিযোগ প্রমাণিত হলে প্রার্থীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার (টেকনাফ, উখিয়া)
বেতন: মাসিক বেতন ১,২০,০০০ টাকা।


আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইএসডিওর ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৫ জুন ২০২৩।

 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫