|
প্রিন্টের সময়কালঃ ০৪ নভেম্বর ২০২৫ ০৯:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৫ ০৫:৪৩ অপরাহ্ণ

রাঙ্গামাটিতে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান


রাঙ্গামাটিতে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান


রাঙ্গামাটি, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস): আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে রাঙ্গামাটিতে আনসার সদস্যদের চতুর্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়েছে।
 

সোমবার সকালে কাপ্তাই উপজেলার শিলছড়ি আনসার ব্যাটালিয়নের পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
 

শিলছড়ি আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল আফসার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফসহ অন্যান্য কর্মকর্তারা।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে আনসার বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রামীণ জনপদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এই বাহিনী অপরিসীম অবদান রাখছে এবং ক্রমেই তারা আরও সক্ষম হয়ে উঠছে।”
 

১৪ দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ৫৪০ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।

সূত্র: বাসস।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫