ফুলেল শুভেচ্ছায় সিক্ত পদত্যাগ দাবী করা সেই প্রধান শিক্ষক

ঢাকা প্রেস
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
কুড়িগ্রামের চিলমারীতে গত ৫ই আগষ্ট, গণঅভ্যুত্থানের পর সারাদেশে ছাত্র আন্দোলনের তোপের মূখে পড়ে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে পদত্যাগ করতে বাধ্য করে ছিলেন।তবে এবার দেখা গেছে ভিন্ন ঘটনা, পদত্যাগের দাবি করা সেই প্রধান শিক্ষককে, নিজ প্রতিষ্ঠানে ফিরিয়ে এনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নিলেন, ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২২ শে অক্টোবর) সকালে কুড়িগ্রামের চিলমারী, উপজেলার রমনা ইউনিয়নের শরিফেরহাট এম ইউ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফকে, ফুলের মালা পরিয়ে বরণ করে নিতে দেখা গেছে। জানা গেছে, দেশে গণঅভ্যুত্থান পরবর্তী গত ১-৩সেপ্টেম্বর তারিখে উপজেলার শরীফেরহাট এমইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান, শিক্ষক আব্দুর রউফ এর পদত্যাগের দাবীতে আন্দোলন গড়ে তোলে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে পরে ঐ শিক্ষক কর্তৃপক্ষের নিকট ছুটি নিয়ে প্রতিষ্ঠানের বাইরে থাকেন।নিজেদের ভুল বুঝতে পেরে আজ মঙ্গলবার (২২অক্টোবর) সকালে বিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থী, উপজেলার সরকারপাড়া এলাকায় প্রধান শিক্ষক আব্দুর রউফের বাড়িতে যায়। সেখানে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ শিক্ষার্থীরা।এরপর প্রায় ১৫টি অটোরিক্সা যোগে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রধান শিক্ষককে নিজ প্রতিষ্ঠানে নিয়ে যান। সেখানে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষার্থী ও সাধারন শিক্ষকগন। এ সময় শিক্ষার্থী হোসাইন, মনিরুজ্জামা, মিজান, ফেরদৌস, ইশা, আবিদা সুলতানা, মিতাসহ অনেকে বলেন, আমরা স্যারের বিরুদ্ধে আন্দোলন করে অনেক ভুল করেছি।আমাদের ভুল গুলো বুঝতে পেরে হেড স্যারকে স্কুলে ফিরিয়ে নিতে এসেছি। তাকে ছাড়া প্রতিষ্ঠানে লেখা পড়ার সমস্যা হচ্ছে। প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, কোমলমতি শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরে আমাকে বাড়ী থেকে স্কুলে নিয়ে আসেন। তারা আমাকে দু’দফায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। শিক্ষার্থীদের নিকট থেকে এর চেয়ে বেশী কিছু চাওয়ার নেই। তিনি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীরা ভুল বুঝে আমার বিরুদ্ধে আন্দোলন করেছিল। সময়ের ব্যাবধানে তাদের ভুল তারা বুঝতে পেরেছে বলে জানান তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫