কসবায় বিএনপি নেতার ব্যানারে আগুন: দলীয় ষড়যন্ত্রের অভিযোগ

ঢাকা প্রেস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় বিএনপি নেতা ও কৃষকদলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির উদ্দিন হাজারীর সমর্থকদের লাগানো ব্যানারে আগুন দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে নিজেই এই অভিযোগ করেছেন নাসির উদ্দিন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে। নাসির উদ্দিনের দাবি, তিনি কসবা-আখাউড়ায় জাতীয়তাবাদী দলকে দুঃসময়ে ঐক্যবদ্ধ রেখেছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দলের ভেতরের একটি অংশ এই ষড়যন্ত্র করেছে।
তিনি আরও বলেন, "আওয়ামী লীগ বা ছাত্রলীগ এখন সক্রিয় নয়। এই কাজটি দলের ভেতরের কেউ করেছে। হয়তো তারা আমার ব্যানার সরিয়ে অন্য কারও ব্যানার লাগাতে চেয়েছে।"
স্থানীয় নেতাকর্মীরাও নাসির উদ্দিনের এই দাবির সত্যতা রেখেছেন। তারা দাবি করেছেন, নাসির উদ্দিন জিয়ার আদর্শের একজন প্রকৃত অনুসারী এবং তার জনপ্রিয়তার কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫