|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০১:৫৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ আগu ২০২৪ ০৮:৪৩ অপরাহ্ণ

বিডিএসএফের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, মোস্তফা কামাল সভাপতি ও সাইদুল হোসেন মহাসচিব


বিডিএসএফের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত, মোস্তফা কামাল সভাপতি ও সাইদুল হোসেন মহাসচিব


ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-


বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশন (বিডিএসএফ) এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মোস্তফা কামাল মজুমদার সভাপতি ও সাইদুল হোসেন সাহেদ মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন।

 

শনিবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়। সভায় নির্বাহী সভাপতি সৈয়দ মেজবাহ উদ্দিন সভাপতিত্ব করেন।
 

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদকে অভিনন্দন জানানো হয়।
 

বিডিএসএফ দেশের সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫