|
প্রিন্টের সময়কালঃ ১৬ নভেম্বর ২০২৫ ০৪:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৫ ০৭:২৩ পূর্বাহ্ণ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে দুস্থদের মাঝে মশারি বিতরণ


ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে দুস্থদের মাঝে মশারি বিতরণ


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

 

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে দুস্থদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

 

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ নগরীর নওমহল হরিজন পল্লীতে এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ৪ শত পরিবারের মাঝে ৪ শত মশারি বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সুমনা আল মজীদ, স্যানিটারি ইন্সপেক্টর দীপক কুমার মজুমদারসহ সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫