মোহাম্মদপুরের কৃষি মার্কেটে হক বেকারি থেকে আগুনের সূত্রপাত ঘটে

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত কৃষি মার্কেটের হক বেকারি থেকে আগুনের সূত্রপাত ঘটে। হক বেকারি কাঁচাবাজারের প্রবেশমুখে অবস্থিত। আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কৃষি মার্কেট নতুন কাঁচাবাজার মালিক সমিতির অফিস সহকারী মুশফিকুর রহমান লিটন।
তিনি বলেন, ‘রাত ৩টার দিকে নিরাপত্তাকর্মী এসে আমাকে জানায়, হক বেকারি থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি ছুটে গেলাম। গিয়ে দেখি আগুন ধরে গেছে। পরে অফিসে এসে ফায়ার সার্ভিসকে ফোন দিই। কিন্তু তারা কল ধরে নাই। পরে ৯৯৯-এ কল দিই। তারা বলে, আমরা তথ্য পেয়েছি। গাড়ি পাঠাচ্ছি। এর আধা ঘণ্টা পর দুইটা ছোট গাড়ি আসে।
ততক্ষণে আগুন ছড়িয়ে গেছে। পরে যে পাঁচ-সাতটা গাড়ি এসেছে এটা আগে আসলে ক্ষতি কম হতো।’ বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ধারণা করে মুশফিক জানান, ‘আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হতে পারে। গাড়ি আগে আসলে আগুনটা হয়তো কম ছড়াত। আর পানির সংকট ছিল।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫