|
প্রিন্টের সময়কালঃ ০৩ নভেম্বর ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৫ ০২:৩৫ অপরাহ্ণ

বিমানবন্দরে আটকা পড়ল ২২ বাংলাদেশি শ্রমিক


বিমানবন্দরে আটকা পড়ল ২২ বাংলাদেশি শ্রমিক


কাজের অনুমতি ছাড়া শ্রমিক ভিসায় শ্রীলঙ্কায় যাওয়ার সময় ২২ জন বাংলাদেশি শ্রমিককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন (সিসিইসিসি)-এর মাধ্যমে তারা শ্রীলঙ্কায় একটি প্রকল্পে কাজের জন্য যাচ্ছিল।
 

শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
 

সিসিইসিসি সূত্রে জানা যায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে দুই বছরের জন্য চলমান একটি প্রকল্পে কাজের জন্য ৩০ জন বাংলাদেশি শ্রমিকের একটি দল শ্রীলঙ্কায় যাচ্ছিল। রাত ৮টা ১০ মিনিটে তারা ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা ছিল। তবে ভিসা জটিলতার কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ২২ জনকে বিমানবন্দরে আটকে রাখে। তাদের স্পেশাল ব্রাঞ্চ হেড অফিস থেকে ছাড়পত্র আনার নির্দেশ দেয়া হয়েছে।
 

চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের সাউথ এশিয়ান রিক্রুটমেন্ট প্রতিনিধি মাহবুব আলম নিশ্চিত করেন, আটকে রাখা শ্রমিকদের বিএমইটি সার্টিফিকেট ও উভয় দেশের দূতাবাসের অনাপত্তি পত্রসহ সব বৈধ কাগজপত্র ছিল। এর পরও ২২ জনকে আটকে রাখা হয়েছে। তবে একই ধরনের কাগজপত্র থাকা বাকি আটজন শ্রমিকের ফ্লাইটে কোনো সমস্যা হয়নি। মাহবুব আলম এটিকে স্পষ্টতই হয়রানি এবং শ্রমিকদের আর্থিক ক্ষতির কারণ হিসেবে দেখছেন।
 

এক পুলিশ কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, আটকা পড়া ২২ জনের ভিসায় কাজের অনুমতি ছিল না। তাদের ভিসায় স্পষ্টভাবে লেখা ছিল “নো ওয়ার্ক পারমিট”। তাই তাদের আটক করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫