বন্দরে কালী মন্দিরের বর্ধিতাংশ ব্যক্তিগত অর্থায়ণে নির্মাণ করে দিবেন মাকসুদ হোসেন

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের আকাঙ্খার প্রেক্ষিতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শ্যামপুর মুনিপাড়া কালী মন্দিরের বর্ধিতাংশ ব্যক্তিগত অর্থায়ণে নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়েছেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন।
শনিবার রাতে শ্যামপুর মুনিপাড়া কালী মন্দিরের উদ্যোগে আয়োজিত বাৎসরিক রক্ষাকালী পূজার ১ম দিনে তিনি এ ঘোষণা দিয়েছেন।
এদিকে এ ঘোষণা দেয়ায় অত্র মন্দির কমিটির সাথে সম্পৃক্তরা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মাকসুদ হোসেনকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
উক্ত মন্দিরের সভাপতি অর্জুন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রবি চন্দ্র দাস ও সাংগঠনিক সম্পাদক সুজন চন্দ্র দাসের সার্বিক আয়োজনে রক্ষাকালী পূজার ১ম দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইকবাল হোসেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫