রংপুরের বদরগঞ্জে এক নারীকে পেটানোর ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

ঢাকা প্রেস,বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:-
রংপুরের বদরগঞ্জে এক নারীকে চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে নিয়ে লাঠি দিয়ে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ সময় তার বৃদ্ধ মাকেও মারধর করা হয়। ঘটনার পর পুলিশের কাছে লিখিত অভিযোগ দাখিল করলেও, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গত ১৭ নভেম্বর রাতে পুলিশ দুটি আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই নারীর প্রতিবেশী সাইফুল ইসলাম (৫০) ও গোলজার হোসেন (৬০)। মামলায় তাদের সহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, নারীর চুল ধরে তাকে বাড়ির বাইরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেখানে তিনজন পুরুষ ও দুজন নারী তাকে বেধড়ক লাঠিপেটা করছেন। এ দৃশ্য দেখে আশপাশে থাকা শিশুরা ভয়ে সটকে পড়ে।
ভুক্তভোগী নারী শনিবার (১৭ নভেম্বর) সকালে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন, তবে পুলিশ তখন কোন পদক্ষেপ নেয়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে, পুলিশ রাতেই মামলা রুজু করে এবং দুজনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে বলা হয়েছে, নারীর স্বামী কয়েক বছর আগে মারা গেছেন। তিনি তার বৃদ্ধ মা ও ছেলেকে নিয়ে বাস করছিলেন। গত শুক্রবার দুপুরে ওই নারীর জমিতে গরু ঢুকে ধান নষ্ট করে। এর জেরে প্রতিবেশী গোলজার হোসেনের সঙ্গে তার ঝগড়া হয়, এবং পরে ওই দিন বিকেলে গোলজার হোসেন কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বাধা দেওয়ায় তার বৃদ্ধ মাকেও মারধর করা হয়। এরপর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাকির মোবাশ্বির জানিয়েছেন, দুই নারীকে লাঠি দিয়ে পেটানোর ফলে ভুক্তভোগী নারীর মায়ের মাথা ফেটে গেছে এবং তার নিজের শরীরে নানা আঘাতের চিহ্ন রয়েছে। তবে তারা শঙ্কামুক্ত, সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, ঘটনার পর মামলাটি রোববার থানায় গ্রহণ করা হয়েছে এবং রাতেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫