|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০২:১২ অপরাহ্ণ

নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎবাবা আটক


নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎবাবা আটক


নাটোর প্রতিনিধিঃ-

 

নাটোরে বাগাতিপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে সৎবাবা আমির হোসেনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার দয়ারামপুর ভাটকুজা এলাকায় এই ঘটনা ঘটে। এঘটনায় মেয়ের মা বাদী হয়ে বাগাতিপাড়া থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।


দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত আমির হোসেন (৩৯) নাটোর সদর থানা এলাকার জংলী কুমিল্লাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলী তালুকদারের ছেলে। বৈবাহিক সূত্রে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ভাটকুজা এলাকায় অভিযুক্ত আমির হোসেন, স্ত্রী ও তার মেয়ে বসবাস করতো। 


এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর মা মুঠোফোনে জানান, সৎবাবা কর্তৃক ধর্ষণ চেষ্টার ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক রাখা হয়েছে। এমন খবর পেয়ে ঘটনা স্থল থেকে অভিযুক্ত আমির হোসেনকে আটক করে থানায় আনা হয়। এঘটনায় ভিকটিমের মায়ের দায়েরকৃত মামলায় আটককৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমকে ৪৪ ধারা জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫