|
প্রিন্টের সময়কালঃ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:১৭ অপরাহ্ণ

গোপনে ঢাকায় এসে টিউলিপ সিদ্দিকের তথ্য সংগ্রহ করল এনসিএ


গোপনে ঢাকায় এসে টিউলিপ সিদ্দিকের তথ্য সংগ্রহ করল এনসিএ


ঢাকা প্রেস,অনলাইন ডেস্ক:-

 

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) দেশটির সাবেক নগর ও দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এর অংশ হিসেবে এনসিএর গোয়েন্দারা সম্প্রতি গোপনে ঢাকা সফর করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
 

অভিযোগ অনুযায়ী, সাবেক ট্রেজারিমন্ত্রী টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা, খালা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবারের আরও একজন সদস্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে প্রায় ৩.৯ বিলিয়ন পাউন্ড (৫ বিলিয়ন ডলার) আত্মসাৎ করেছেন। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে, যার ৯০ শতাংশ অর্থায়ন আসে রাশিয়া থেকে। ২০১৩ সালে এই প্রকল্পের চুক্তি স্বাক্ষরের সময় টিউলিপ সিদ্দিককে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল।
 

বাংলাদেশের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এনসিএ ব্রিটিশ হাইকমিশনের মাধ্যমে দুদকের সঙ্গে বৈঠকের অনুরোধ জানায়। শেখ হাসিনার সরকারের পতনের পর, গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের জেরে এনসিএর কর্মকর্তারা দুইবার ঢাকা সফর করেছেন।
 

ব্রিটেনের ২০১০ সালের ‘ব্রাইবেরি আইন’ অনুযায়ী, কোনো ব্রিটিশ নাগরিক বিদেশে ঘুষ হিসেবে অর্থ গ্রহণ করলে, যুক্তরাজ্যে তার বিচার হতে পারে এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
 

এই অভিযোগ ওঠার পর টিউলিপ সিদ্দিক গত মাসে লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেন। তবে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এসবের কোনো প্রমাণ নেই। লেবার পার্টিও জানিয়েছে, এখন পর্যন্ত টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তবে এ বিষয়ে এনসিএ এবং ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫