|
প্রিন্টের সময়কালঃ ২৯ আগu ২০২৫ ০৫:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ আগu ২০২৫ ০৫:১৯ অপরাহ্ণ

মার্কিন ভিসা প্রত্যাশীদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস


মার্কিন ভিসা প্রত্যাশীদের সতর্ক করল যুক্তরাষ্ট্র দূতাবাস


যুক্তরাষ্ট্রে ভিসা প্রার্থীদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন বা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
 

পোস্টে বলা হয়েছে, ভিসা আবেদনকারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক দণ্ড থাকলে তা আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এমনকি অপেক্ষাকৃত ছোট অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। কনস্যুলার অফিসাররা আবেদনকারীর পূর্ববর্তী অপরাধ, আইন লঙ্ঘন কিংবা গ্রেপ্তারের তথ্য দেখতে সক্ষম। তাই আবেদন ও সাক্ষাৎকারে সত্য তথ্য দেওয়া অত্যন্ত জরুরি, নইলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
 

এর আগে, গত ১০ জুলাই দূতাবাসের এক ঘোষণায় জানানো হয়েছিল, ভিসা প্রার্থীদের অবশ্যই ডিএস-১৬০ ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (হ্যান্ডল) উল্লেখ করতে হবে। আবেদনকারীরা যে তথ্য জমা দেবেন, তা সত্য ও সঠিক বলে স্বাক্ষর করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত তথ্য গোপন করলে শুধু ভিসা প্রত্যাখ্যান নয়, ভবিষ্যতে ভিসার যোগ্যতা থেকেও বঞ্চিত হওয়ার ঝুঁকি থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫