|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৫:০১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ আগu ২০২৪ ০২:৩৯ অপরাহ্ণ

গণবিক্ষোভের আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক


গণবিক্ষোভের আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক


ঢাকা প্রেস নিউজ

ঢাকা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে গণবিক্ষোভের আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্তক চেষ্টা চালাচ্ছে।

 

আন্দোলনকারীরা বাইতুল মোকাররম উত্তরগেট, জুরাইন, খিলগাঁও ঈদগা মসজিদ ও সায়েন্সল্যাব এলাকায় সমাবেশ করার কথা জানিয়েছে। এই সব এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
 

বিশেষ করে বাইতুল মোকাররম উত্তরগেট, পল্টন মোড়, কাকরাইল মোড়, ফকিরাপুল ও দৈনিক বাংলা মোড়ে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।
 

পল্টন জোনের সহকারী কমিশনার গোলাম রূহানী জানিয়েছেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫