|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ এপ্রিল ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ

ডিপিএলের ২ ম্যাচ স্থগিত যানজটের কারণে


ডিপিএলের ২ ম্যাচ স্থগিত যানজটের কারণে


রাজধানী ঢাকায় দীর্ঘদিন ধরে যানজট একটি স্থায়ী সমস্যা হিসেবে চলছে । প্রায়ই যানজটের দুর্ভোগে পড়ে বিভিন্ন স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হয়। তেমনই যানজটের কারণে ডিপিএলে দুটি ম্যাচ স্থগিত করতে হয়েছে।

 

আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে মাঠে নামার কথা ছিল প্রাইম ব্যাংক-পারটেক্স স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল-লিজেন্ডস অব রূপগঞ্জের।কিন্তু সাভারে তীব্র যানজটের কারণে বিকেএসপির মাঠে পৌঁছাতে পারেনি কোনো দল। তাতে বাধ্য হয়ে ম্যাচ দুটি স্থগিত করতে হয়েছে। 

 

স্থগিত হওয়া এই ম্যাচ দুটি বুধবার (৩ এপ্রিল) মাঠে গড়াবে বলে জানিয়েছে ডিপিএল কর্তৃপক্ষ। এর আগেও যানজটের কারণে মাঠে পৌঁছাতে দেরি হয়েছে বিভিন্ন দলের। তাতে ওভার কমিয়ে খেলা শুরু করতে হয়েছে। আবার দেরি হওয়ার কারণে অধিনায়ককে ছাড়াই খেলা চালিয়ে যেতে হয়েছে। 

 

গেল ১৪ মার্চ যানজটের কারণে প্রাইম ব্যাংকের অধিনায়ক তামিম ইকবাল ম্যাচের অর্ধেক সময় পরে মাঠে পৌঁছাতে পেরেছিলেন। তিনি ওপেনিংয়েও নামতে পারেননি। তার বদলে মোহাম্মদ মিথুন টস করেন এবং খেলা চালিয়ে নেন। 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫