|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ মার্চ ২০২৫ ১২:২৩ অপরাহ্ণ

চালঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে ইফতার মাহফিল


চালঘাটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে ইফতার মাহফিল


মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী):-


 
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন চারঘাট উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকেল সাড়ে চারটায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে   উক্ত মাহফিলে সভাপতিত্ব  করেন শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা শাখার সভাপতি এজারুল ইসলাম  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মাওলানা শফিকুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ ইসলামিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা। বিশেষ অতিথি আবদুল্লাহ আল মামুন রাজশাহী জেলা সহ সেক্রেটারী।বিশেষ অতিথি মোঃ রুবেল আলী সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-রাজশাহী  জেলা পর্ব।


 



উপস্থিত ছিলেন সেক্রেটারি  ইকবাল হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান। পৌরসভার সভাপতি মমতাজ হোসেন কচি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন  পবিত্র মাহে রমজানের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্যে সকলের প্রতি বিশেষ অনুরোধ করেন এবং শ্রমিকদের সহযোগিতা  হাত বাড়ানোর পরামর্শ দেন। এছাড়াও শ্রমিকদের ঈদ উপলক্ষে পদনার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫