|
প্রিন্টের সময়কালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৬ অপরাহ্ণ

সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ওপর লাঠিপেটা


সচিবালয়ের সামনে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ওপর লাঠিপেটা


চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ লাঠিপেটা করে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
 

আন্দোলনকারীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে আসার চেষ্টা করেন। তবে পুলিশ বাধা দিলে তাদের প্রেস ক্লাবে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর সচিবালয়ের দক্ষিণ গেটে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 

ঘটনাস্থলে দায়িত্বে থাকা পরিদর্শক কায়সার জানান, বিগত সরকারের সময়ে চাকরিচ্যুত হওয়া কিছু পুলিশ কনস্টেবল চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে এসেছিলেন। তবে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।
 

এদিকে, আটক হওয়ার সময় চাকরিচ্যুত পুলিশ সদস্য ইমরান বলেন, "বিগত সরকারের আমলে আমাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে পুনর্বহালের দাবি জানিয়ে আসছি। কিন্তু আজ আমাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কেন তা আমরা জানি না।"
 

শাহবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ দায়িত্ব পালন করছে। আটক বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫