সিলেটসহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর: গ্রেপ্তার ৪৯

ঢাকা প্রেস নিউজ
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভের সময় সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার বিভিন্ন শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে কিছু ব্যক্তি সহিংস ও বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। জননিরাপত্তা ও আইনের শাসনের স্বার্থে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এরই মধ্যে দুটি মামলা করা হয়েছে এবং আরও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রেস সচিব জানান, অপরাধীদের শনাক্ত করতে বিক্ষোভের সময় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। গত রাতে পুলিশ অভিযান চালিয়ে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। দোষীদের সবাইকে আইনের আওতায় আনতে এ অভিযান অব্যাহত থাকবে।
তদন্তে সহায়তা করতে পারে এমন কোনো তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, যারা সমাজের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে চায়, তাদের জবাবদিহির আওতায় আনা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫