হতাহতের তথ্য গোপনের অভিযোগ ভিত্তিহীন, অপপ্রচার চলছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে ‘তথ্য গোপন করা হচ্ছে’—এমন দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, “বিভিন্ন মহল থেকে এই দুর্ঘটনায় হতাহতের প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য। নিহত ও আহত প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হচ্ছে। নাম-পরিচয় যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।”
পোস্টে আরও জানানো হয়, যেসব মরদেহ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আহতদের সুচিকিৎসায় ঢাকার বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল মিলিয়ে সমন্বিতভাবে নিহত ও আহতদের সঠিক ও সম্পূর্ণ তালিকা তৈরির কাজ চলছে। কেউ নিখোঁজ থাকলে দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে, পাশাপাশি বিদ্যালয়ের রেজিস্ট্রি ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। নিহতদের তালিকায় একজন পাইলট ও একজন শিক্ষিকাও রয়েছেন।
তিনি জানান, আহত হয়েছেন ৭৮ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইনস্টিটিউটে ভর্তি দুইজন রোগী বর্তমানে ভেন্টিলেশনে রয়েছেন। আহতদের চিকিৎসায় সবধরনের প্রস্তুতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫