দুঃখদ পরিণতি: ছেলের মৃত্যুতে বাবারও প্রাণহানি

ঢাকা প্রেস নিউজ
ফরিদপুরের ভাঙ্গায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার বাবাও প্রাণ হারিয়েছেন।
গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফুল ইসলাম (৪৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সাতাশিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল তার অসুস্থ বাবাকে দেখতে পাঁচ দিনের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার বাবা নজরুল ইসলামও মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫