|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ মার্চ ২০২৩ ০১:৪৪ অপরাহ্ণ

মালাইকাকে কম বয়সী প্রেমিক ‌'তরুণ' রাখে


মালাইকাকে কম বয়সী প্রেমিক ‌'তরুণ' রাখে


রবাজ খানের সঙ্গে বিয়ে ভাঙার পর বেশ কয়েক বছর ধরে তার চেয়ে কম বয়সী অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে আছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। কেউ কেউ বলেছেন, প্রেমিক তার চেয়ে কম বয়সের হওয়ায় তার সৌন্দর্য ম্লান হয়েছে অনেকভাবেই। তবে মালাইকা বলেন ভিন্ন কথা।

 

সম্প্রতি ইন্ডিয়া টুডে কনক্লেভের অনুষ্ঠানে গিয়ে মালাইকা অরোরার কম বয়সি প্রেমিক নিয়ে করা মন্তব্য সম্পর্কে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

মালাইকা বলেন, ‘আমি শুধু বলতে চাই যে, প্রেমের কোনো বয়স নেই। আপনি যদি প্রেমে পড়েন তবে আপনি প্রেমে পড়বেন। সে বয়সে কমই হোক না কেন। পুরুষ বা বয়স্ক মানুষ, আমরা যে স্থানটিতে আছি তা নির্ধারণ করা উচিৎ নয়। আমি কৃতজ্ঞ যে আমি এমন একজন সঙ্গী পেয়েছি যে আমাকে বোঝে। এটা সত্য যে সে কম বয়সী। আর তা আমাকে আরও তরুণ রাখে। আমি আকাশে উড়ি।’

 

এছাড়া মালাইকা তার বিয়ের পরিকল্পনা নিয়ে বলেন, ‘বিয়ে এমন একটি বিষয় যা দুই ব্যক্তির মধ্যে আলোচনা করে হয়। যদি আমাদের সেই সিদ্ধান্ত নিতে হয়, আমরা এটি নিয়ে চিন্তা করবো এবং আমরা সিদ্ধান্ত নেব। আমরা এটি নিয়ে কথা বলবো। এই মুহূর্তে, আমরা কেবল জীবনকে ভালবাসি। আমরা আমাদের প্রাক-হানিমুন পর্ব উপভোগ করছি।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫