জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে

ঢাকা প্রেস নিউজ
জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণকে যেকোনো সহযোগিতা দিতে সংস্থাটি প্রস্তুত। তিনি বলেছেন, বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন শান্তিপূর্ণ হয়, সেদিকে জাতিসংঘ নজর রাখছে।
উপমুখপাত্র হক আরও জানান, বাংলাদেশে সহিংসতা কমে আসা এবং জনসাধারণের সংযত আচরণ ভালো লক্ষণ। তিনি বর্ণবাদী আক্রমণ বা বর্ণভিত্তিক সহিংসতার বিরোধিতা করেছেন এবং সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সহিংসতা থেকে বিরত থাকার।
এক প্রশ্নের জবাবে হক জানান, জাতিসংঘ মহাসচিব ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেননি। তবে বাংলাদেশে নিযুক্ত আবাসিক সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতিসংঘের ভূমিকা
বাংলাদেশের নতুন সরকার থেকে জাতিসংঘকে যে ধরনের অনুরোধ জানানো হয়, তার ভিত্তিতে সংস্থাটি সহযোগিতা করবে বলে জানিয়েছেন উপমুখপাত্র। তিনি বলেছেন, বাংলাদেশের সরকার ও জনগণ যে ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করবে, আমরা অবশ্যই যেকোনো উপায়ে তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫