|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৫ অক্টোবর ২০২৪ ০২:৫৭ অপরাহ্ণ

মার্কেটে পাকা ভাউচার না দেওয়া ও ডিমের দাম বেশি রাখায় দোকানের কার্যক্রম বন্ধ করল ভোক্তা অধিদপ্তর


মার্কেটে পাকা ভাউচার না দেওয়া ও ডিমের দাম বেশি রাখায় দোকানের কার্যক্রম বন্ধ করল ভোক্তা অধিদপ্তর


রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটে পাকা ভাউচার না দেওয়া ও ডিমের দাম বেশি রাখায় ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানের সব ব্যাবসায়িক কার্যক্রম বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারওয়ান বাজার ও  শ্যাম বাজারের চারটি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

 

গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, শ্যাম বাজার ও মিরপুর-১ শাহ আলী মার্কেটে ডিমের আড়তে তদারকির পর এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

প্রতিষ্ঠানটির পক্ষে থেকে জানানো হয়েছে, অধিদপ্তরের ৫টি টিম অভিযান পরিচালনা করে। তাদের মধ্যে ছিলেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায়, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা।

 

অভিযানে মিরপুর শাহ আলী মার্কেটে দেখা যায়, পাকা ভাউচার না রেখে ভাই ভাই এন্টারপ্রাইজ ১০০ ডিম ক্রয় করেছে এক হাজার ২৬০ টাকায়; আর বিক্রয় করা হচ্ছিল এক হাজার ৩২০ টাকায়। যা যৌক্তিক লাভের অনেক বেশি। ফলে জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এই প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ব্যাবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

 

অন্যদিকে শ্যাম বাজারে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কাজের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়া কারওয়ান বাজারে একটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় এক হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫