|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৫ ০১:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ জানুয়ারি ২০২৫ ০২:৩৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের সখীপুরে লেবু বাগান থেকে এক মুদিদোকানির গলাকাটা মরদেহ উদ্ধার


টাঙ্গাইলের সখীপুরে লেবু বাগান থেকে এক মুদিদোকানির গলাকাটা মরদেহ উদ্ধার


ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতি‌নি‌ধি:-

 

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় আব্দুস সালাম মিয়া (৪৮) নামে এক মুদিদোকানিকে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের একটি লেবু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সালাম ওই গ্রামের মৃত আমির আলীর ছেলে এবং হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদিদোকান চালাতেন।
 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন। রাত ১০টার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সারারাত তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। পরদিন সকালে বাড়ির পাশের লেবু বাগানে তার গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা।
 

নিহতের স্ত্রী বাছাতন বেগম জানান, "আমার স্বামী দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, কিন্তু তিনি আর বাড়ি পৌঁছাননি। সারা রাত খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। সকালে আমাদের লেবু বাগানে তার গলাকাটা মরদেহ দেখতে পাই। এত সহজ-সরল একজন মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো।"
 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, "মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে এবং দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করা হবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫