দিল্লির চতুর্থ হার, ব্যাটে-বলে কেমন করলেন মুস্তাফিজ?

আগের তিন ম্যাচে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা হয়নি বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুস্তাফিজকে নিয়েই মাঠে নামে দিল্লি। তবে ভাগ্য পরিবর্তন হয়নি তাদের। আগের তিন ম্যাচের মতো এবারও হারই সঙ্গী হলো দিল্লির। ঘরের মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে মুম্বাইয়ের কাছে ৬ উইকেটে হেরেছে তারা। ফলে এবারের আইপিএল আসরে চার ম্যাচ খেলে চারটিতেই হারল ডেভিড ওয়ার্নারের দল।
বোলিংয়ের আগেই অবশ্য ব্যাটিংয়ে নামেন মুস্তাফিজ। ১৭২ রানে দিল্লি অলআউট হলেও মুস্তাফিজ থাকেন ১ বলে ১ রানে অপরাজিত।
এরপর ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে মুম্বাই। মুস্তাফিজ বোলিংয়ে আসেন দ্বিতীয় ওভারে। প্রথম বলটি ডট নিলেও পরের তিন বলে তাকে তিনটি চার মারেন ইশান কিশান। ওই ওভারে ১৩ রান দেন মুস্তাফিজ। এরপর ফিজ আক্রমণে আসেন ১৫তম ওভারে। রোহিত শর্মা ও তিলক ভার্মার বিপক্ষে বোলিং করে দেন মাত্র ২ রান। ফিজের ওভার শেষে ৫ ওভারে ৫০ রান দরকার ছিল মুম্বাইয়ের, হাতে ৯ উইকেট।
১৬তম ওভারে ১৬ রান দিলেও মুকেশ কুমার সাজঘরে ফেরান তিলক ভার্মা ও সূর্যকুমার যাদবকে। ২৯ বলে ৪১ রান করেন তিলক, সূর্যকুমার মারেন ‘গোল্ডেন ডাক’। ১৭তম ওভারে ফের বোলিংয়ে আসেন মুস্তফিজ। ওই ওভারে সাফল্য পান তিনি। ২টি চার হজম করলেও আউট করেন ৪৫ বলে ৬৫ রান করা মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে।
শেষ দুই ওভারে ২০ রান দরকার ছিল মুম্বাইয়ের, হাতে ৬ উইকেটে। উইকেটে তখন দুই অজি ব্যাটার ক্যামেরুন গ্রিন ও টিম ডেভিড। ১৯তম ওভারে দুই ছক্কা হজমের পাশাপাশি ১৫ রান দেন মুস্তাফিজ। ফলে ৪ ওভারে ৩৮ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন তিনি। শেষ ওভারে মাত্র ৫ রান দরকার ছিল মুম্বাইয়ের। অ্যানরিক নরকিয়ার দারুণ বোলিংয়ে ম্যাচটি শেষ বলে গড়ালেও মুম্বাইয়ের জয় আটকানো যায়নি। এবারের আসরে এটি প্রথম জয় রোহিত শর্মাদের।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫