সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে কারিগরি কমিটির সুপারিশ জমা

দেশের ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি তাদের সুপারিশ নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে। আজ বুধবার নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, "আমরা আজ কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির কাছে প্রতিবেদন জমা দিয়েছি। সীমানা নির্ধারণ আইন অনুসারে আমরা বিদ্যমান আসনগুলো পর্যালোচনা করেছি এবং সেই অনুযায়ী সুপারিশ পেশ করেছি।” তবে কতটি আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
এর আগে নির্বাচন কমিশনে সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত ৭৯টি আসনের জন্য ছয় শতাধিক আবেদন জমা পড়ে। এসব আবেদন পর্যালোচনার জন্য নির্বাচন কমিশন সাত সদস্যবিশিষ্ট একটি কারিগরি কমিটি গঠন করে।
কমিটির আহ্বায়ক ছিলেন মো. রফিকুল হক। অন্য সদস্যরা হলেন: ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্র বিশেষজ্ঞ কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।
ইতোপূর্বে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ভৌগোলিক অবস্থা, প্রশাসনিক সীমানা, যাতায়াত ব্যবস্থা এবং অন্যান্য বাস্তব দিক বিবেচনায় নিয়েই আসন পুনর্নির্ধারণ করা হবে। কমিশনের এখতিয়ার অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন অন্তর্ভুক্ত করেই সীমানা নির্ধারণ করা হচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫