|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ এপ্রিল ২০২৫ ০১:৪৫ অপরাহ্ণ

বগুড়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


বগুড়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা শহরতলীর বনানী এলাকায় মহাসড়কে অবস্থান নেন। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
 

বিক্ষোভকারীদের অন্যতম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির সপ্তম পর্বের শিক্ষার্থী মো. আল আরাফাত নীরব বলেন, “আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে সরে যাব না।”
 

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো:

১, ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতির বিষয়ে উচ্চ আদালতের রায় বাতিল।

২, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তি বাতিল।

৩, সংরক্ষিত থাকা সত্ত্বেও নিয়োগ না পাওয়া ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের পক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ।

৪, সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ।

৫, কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা।

৬, পলিটেকনিক ও মনোটেকনিক শিক্ষার্থীদের জন্য উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, দাবি মানা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫