|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুন ২০২৩ ০৪:৪০ অপরাহ্ণ

৫৮ বছর পর ওয়েস্ট হাম জিতল ইউরোপিয়ান ট্রফি


৫৮ বছর পর ওয়েস্ট হাম  জিতল ইউরোপিয়ান ট্রফি


প্রাগের ফরচুনা অ্যারেনায় কাল রাতে শেষ বাঁশি বাজার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা শুরু হয়—ওয়েস্ট হাম ইউনাইটেড ১: আর্সেনাল ০। অথচ ম্যাচটা ছিল ফিওরেন্তিনা বনাম ওয়েস্ট হামের। 

ইউরোপা কনফারেন্স লিগের ফাইনাল। ইতালিয়ান ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে ওয়েস্ট হামের ৪৩ বছর পর বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জয়ে খোঁচাটা লেগেছে আর্সেনাল সমর্থকদের। ওয়েস্ট হাম ও আর্সেনালের এই স্কোরলাইন দিয়ে বোঝানো হয়, এই শতাব্দীতে আর্সেনাল ইউরোপিয়ান কোনো শিরোপা জিততে না পারলেও ওয়েস্ট হাম পেরেছে!


ফাইনালটা অতিরিক্ত সময়ে গড়ানোর পথে ছিল। ৮৯ মিনিট পর্যন্তও ১-১ গোলের সমতায় ছিল দুই দল। ৬২ মিনিটে সাইদ বেনরাহমার পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে যায় ওয়েস্ট হাম। কিন্তু পাঁচ মিনিট পরই গিয়াকমো বোনাভেনচুরার গোলে সমতায় ফেরে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। শেষ পর্যন্ত ৯০ মিনিটে লুকাস পাকেতার ডিফেন্স–চেরা পাস থেকে ওয়েস্ট হামকে জয়সূচক গোলটি এনে দেন জ্যারড বোয়েন। গত ৫৮ বছরের মধ্যে ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটাই প্রথম শিরোপা ওয়েস্ট হামের।


ফাইনালে উত্তেজনা ছড়িয়েছেন ওয়েস্ট হামের দর্শকেরা। তাঁদের গ্যালারি থেকে ছোড়া বোতলের আঘাত হজম করতে হয়েছে ফিওরেন্তিনা অধিনায়ক ক্রিস্টিয়ানো বিরাঘিকে। কর্নার নেওয়ার সময় তাঁকে বোতল ও কাপ ছুড়ে মেরেছেন ওয়েস্ট হামের সমর্থকেরা। তাঁদের ক্লাব অবশ্য বিষয়টি ভালোভাবে নেয়নি। দুষ্কৃতকারীকে ধরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে ওয়েস্ট হাম।

কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতা ওয়েস্ট হামের কোচ ডেভিড ময়েস ফাইনাল জিতে বলেছেন, ‘ফুটবলে আমার ক্যারিয়ার দীর্ঘদিনের, কিন্তু এমন মুহূর্তের দেখা খুব কমই পেয়েছি।’ ইউরোপে সর্বশেষ ১৯৬৫ সালে কাপ উইনার্স কাপ জিতেছিল ওয়েস্ট হাম।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫