|
প্রিন্টের সময়কালঃ ২৯ এপ্রিল ২০২৫ ০৯:১৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ এপ্রিল ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক


ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৭ যুবক


নিজস্ব প্রতিবেদক:-

 

ভারতের বিভিন্ন আদালতে অস্ত্র ও পর্নোগ্রাফি মামলায় সাজা ভোগ করা ৭ বাংলাদেশি যুবক দীর্ঘ ৩ বছর ৪ মাস পর দেশে ফিরেছেন। তারা ২০২২ সালের ৪ মার্চ অবৈধভাবে ভারতে গিয়েছিলেন, যার মধ্যে একজন আসামি ছিলেন অস্ত্র ও পর্নোগ্রাফি মামলায় অভিযুক্ত।
 

শনিবার ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় স্থানান্তর করা হয়।
 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, "ভালো কাজের আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধপথে ভারতে যান। সেখানে মুম্বাইসহ বিভিন্ন অঞ্চলে কৃষিকাজসহ অন্যান্য কাজ করেন। ২০২২ সালের ২৬ ডিসেম্বর সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়, যেখানে তারা ৩ বছর ৪ মাসের সাজা পান। সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে তারা দেশে ফেরেন।"
 

ফেরত আসা যুবকরা হলেন রবিউল ইসলাম (৩৩), ফয়সাল (৩৭), মিন্টু বাড়ুই (৪০), এনায়েত মাতুব্বর (৩১), রিপন খলিফা (৪১), শহিদুল শেখ (৩৫) ও আল আমিন হোসেন (২০)। তারা শরীয়তপুর, যশোর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫