|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৩৭ অপরাহ্ণ

রাজধানীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার


রাজধানীতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার


ঢাকা প্রেস-নিউজ ডেস্যক:-

 

ঢাকা মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—পল্লবী থানা ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের সিনিয়র সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম নাইম, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন হোসেন ফাহিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ মো. সোহেল, বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সোহেল রানা, বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়ামিন এবং ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার খান।
 

ডিবি সূত্রে জানা গেছে, শুক্রবার পল্লবী থানার বাউনিয়া এলাকা থেকে ডিবি-মিরপুর বিভাগের একটি দল অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম নাইমকে গ্রেপ্তার করে। একইদিনে ডিবি সাইবার বিভাগের একটি টিম যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন ফাহিমকে আটক করে।
 

এছাড়া ডিবি-ওয়ারী বিভাগের একটি দল কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে শেখ মো. সোহেলকে গ্রেপ্তার করে।
 

শনিবার ভোরে মধ্যবাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ডিবি সাইবার বিভাগের একটি দল সোহেল রানা ও মোহাম্মদ ইয়ামিনকে গ্রেপ্তার করে। একই সময় শাহ আলী এলাকা থেকে পৃথক আরেকটি অভিযানে আবুল বাশার খানকে আটক করা হয়।
 

ডিবি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫