|
প্রিন্টের সময়কালঃ ০১ মে ২০২৫ ০৭:৪৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ ডিসেম্বর ২০২৪ ০৮:৫১ অপরাহ্ণ

সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মী সভা


সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নে কৃষক দলের কর্মী সভা


ঢাকা প্রেস
আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি:


সাতক্ষীরা সদর উপজেলার ৫নং শিবপুর ইউনিয়নে ৩টি কৃষক দলের ওয়ার্ড কমিটি গঠন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 
 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আনারুল ইসলাম।

 

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন নিরব, ১নং সহ সাংগঠনিক সম্পাদক, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল।সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম রব্বানী, ঘোনা ইউনিয়ন বিএনপির আহবায়ক কামরুল ইসলাম, শিবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: তাইজুজ্জামান (তাজু)। ইউনিয়ন সেক্রেটারি আবদুস সবুর শিমুল, সহ বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
 

বক্তারা আরও বলেন, এদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য তিনি খালকাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই খালকাটা কর্মসূচি পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার খাল কেটে কুমির আনা হয়েছে বলে অপপ্রচার চালিয়েছে। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে।আগামী‌তে বিএন‌পি ক্ষমতায় আস‌লে তা‌রেক রহমা‌নের নেতৃ‌ত্বে এক‌টি কৃ‌ষিবান্ধব স্ব‌নির্ভর বাংলা‌দেশ গড়ার প্রত‌্যয়ে কাজ ক‌রে যা‌বো।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫