|
প্রিন্টের সময়কালঃ ৩০ জুলাই ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৭ মে ২০২৪ ০১:১১ অপরাহ্ণ

রাজারহাটে জুয়ার সরঞ্জামাদীসহ ২ জুয়ারী গ্রেপ্তার


রাজারহাটে জুয়ার সরঞ্জামাদীসহ ২ জুয়ারী গ্রেপ্তার


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের রাজারহাটে জুয়া বিরোধী পুলিশী অভিযানে পুলিশ জুয়ার সরঞ্জামাদীসহ ২জুয়াড়ীকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরন করেছে।

 

পুলিশ ও এলাকবাসীরা জানান, রাজারহাট থানা পুলিশের একটি দল এস আই নিরঞ্জন রায়, এসআই প্রণয় কুমার, এএসআই সফিকুল, এএসআই দুলু মিয়া ও ফোর্সসহ বৃহস্পতিবার (১৬মে) গভীর রাতে ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাট এলাকার তিস্তা নদীর দক্ষিন চরে রাতভর অভিযান পরিচালনা করে রাজারহাট ইউনিয়নের হাড়িডাঙা গ্রামের মৃত মনভোলার ছেলে জুয়াড়ী মোহন কুমার দাস (৪৮) ও উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ গ্রামের মৃত তমির উদ্দিনের ছেলে জুয়াড়ী মোঃ অবির উদ্দিন (৬০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

 

এ সময় আসামীদের হেফাজত হতে ১ টি ফড়, ২ টি ডাবু, ৬ টি গুটি, নগদ ৩২৭০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত চার্জার মেশিন বাল্ব উদ্ধার করে পুলিশ। এ  ব্যাপারে রাজারহাট থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিয়মিত মামলা রুজু করে আসামীদ্বয়কে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫