|
প্রিন্টের সময়কালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০৯:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জানুয়ারি ২০২৫ ০৩:২৪ অপরাহ্ণ

বেরসিক বিজিবির হাতে ভারতীয় গৃহবধু ও বাংলাদেশী প্রেমিক আটক


বেরসিক বিজিবির হাতে ভারতীয় গৃহবধু ও বাংলাদেশী প্রেমিক আটক


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের সঙ্গে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধূ। উদ্দেশ্য ছিল প্রেমিককে বিয়ে করে বাংলাদেশেই ঘর বাঁধবেন। অবশেষে বিজিবির হাতে আটক হয়েছেন তারা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়িতে।

 



রোববার (১৯ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রামে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি সহযোগীসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন।

 

 

আটককৃতরা হলেন, প্রেমিকা ভারতের পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), প্রেমিক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)। তারা দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসছিল।  
 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মামুনুর রশীদ জানান, রাতে বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশী সহ তিনজনকে থানায় সোপর্দ করেছেন। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫