|
প্রিন্টের সময়কালঃ ২৮ এপ্রিল ২০২৫ ১১:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৮ এপ্রিল ২০২৫ ০৪:২০ অপরাহ্ণ

কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু


কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
 

বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামের বাসিন্দা খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ জিহাদ (১৪) দুপুরের দিকে হালকা বৃষ্টির মাঝে মাঠে ঘুড়ি উড়াচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তারা মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 

ওই দুই স্কুলছাত্র বরুড়া উপজেলার বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।
 

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

অপরদিকে, মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার এলাকায় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। স্থানীয়রা জানান, পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পশ্চিম পাড়ার বাসিন্দা নিখিল দেবনাথ (৫৫) এবং আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩২) মাঠে কাজ করছিলেন। বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান, আর আরও দুজন আহত হন।
 

কোরবানপুর গ্রামের ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, দুপুরে কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের একটি মাঠে ধান কাটছিলেন ওই দুই কৃষক। বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে থানায় খবর দেন।
 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, দুই কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন এবং তাদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫