মেট্রোরেল চলাচল বন্ধ: যাত্রীদের চরম ভোগান্তি

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বৈদ্যুতিক গোলযোগের কারণে ঢাকার মেট্রোরেল চলাচল হঠাৎ বন্ধ হয়ে গেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, শনিবার বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বিজয় সরণি এলাকার বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে পুরো মেট্রোরেল নেটওয়ার্কে ট্রেন চলাচল থেমে যায়।
স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের অনেকেই জানান, বিকেল ৫টা ১০ মিনিটে শাহবাগ স্টেশনে একটি ট্রেন আচমকাই থেমে যায়। একই সময়ে আগারগাঁও স্টেশনেও একটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মিরপুর ১১ নম্বর স্টেশনের এক যাত্রী জানান, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টারও বন্ধ রয়েছে। ফলে স্টেশন থেকে যাত্রীদের বের হতে সমস্যা হচ্ছে।
ডিএমটিসিএল-এর জনসংযোগ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বিজয় সরণি সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহে ত্রুটি দেখা দিয়েছে। দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে এবং শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সন্ধ্যা ৬টার দিকে ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, বিজয় সরণি সাবস্টেশনে সরেজমিনে পরিদর্শনের জন্য কর্মকর্তা দল পাঠানো হয়েছে। উত্তরা ডিপো থেকে সড়কপথে যেতে সময় লাগায় মেরামত কাজ বিলম্বিত হচ্ছে।
মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় শাহবাগসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের মধ্যে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। কিছু স্টেশনে টিকিট ফেরত নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং টিকিট বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কয়েকটি স্টেশনের মূল ফটকও বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, স্টেশনগুলোতে দায়িত্বে থাকা কর্মীরা জানাচ্ছেন, ঠিক কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫